বন্ধ হচ্ছে সনির পিক্সেলওপাস স্টুডিও

৬ মে, ২০২৩ ২২:১৮  

প্লেস্টেশন স্টুডিওর মধ্যে আরেকটি ছোট ইনহাউজ স্টুডিও পিক্সেলওপাস। সনির এই স্টুডিওটি আগামী মাসেই বন্ধ হতে চলেছে। খবর এনগ্যাজেট।

এক বিবৃতিতে প্লেস্টেশনের একজন প্রতিনিধি জানিয়েছেন, কোম্পানির স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে প্লেস্টেশন স্টুডিও নিয়মিতভাবে তার পোর্টফোলিও এবং স্টুডিওর অবস্থা মূল্যায়ন করে। সাম্প্রতিক এক মূল্যায়নে আগামী ২ জুন পিক্সেলওপাস স্টুডিও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কনক্রিট জেনি ও এন্টউইন্ডেডের মতো উচ্চাভিলাসী প্রকল্পের পিছনে থাকা এই স্টুডিওটি সম্প্রতি সনি পিকচার অ্যানিমেশনের সাথে মিলে নতুন পিএস৫ গেম তৈরিতে কাজ করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে সনি ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্টের অধীনে স্টুডিওটি প্রতিষ্ঠা করা হয়।

ডিবিটেক/বিএমটি